দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতন্ত্রি দল জেএসডি’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী’র আলোচনা সভা আজ বিকেলে জাতীয় প্রেসক্লারে অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার পতাকা উত্তোলক জননেতা আ স ম আবদুর রব এর সভাপতিত্বে সভায়।
আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকী ভাসানী অনুসারি পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল জেএসডি’র সাধারন সম্পাদক জননেতা শহীদ উদ্দীন মাহমুদ স্বপন সিনিয়র সহ-সভাপতি জননেত্রী মিসেস তানিয়া রব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন পাটোয়ারী।
উক্ত সভায় জাতীয় যুব পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি জনাব এস এম সামছুলল আলম নিক্সন তার বক্তব্যে বলেন।
বর্তমান সংবিধান দেশ পরিচালনার জন্য অকার্যকর। এই সংবিধানকে বাতিল করে মহান মুক্তিযুদ্ধের চেতনায়,স্বাধীন দেশের উপযোগী একটি সংবিধান তৈরি করতে হবে। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে।
১৯৭১ সালের ২রা মার্চ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার শুভ সূচনা হয়, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। তাই ২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে রাষ্ট্রীয় ভাবে,পালনে জন্য জোর দাবি জানান।
মন্তব্য করুন