পটুয়াখালীর দুমকিতে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর এক যাত্রী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুমকি উপজেলার লেবুখালী কাঁঠালতলা সড়ক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জুনায়েদ (২২), মোটরসাইকেল চালক। আহত জিহাদ(১৮) আরোহী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে আসা একটি অটোবাইক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুনায়েদ মারা যান। তার সঙ্গে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই নিহত জুনায়েদের স্বজনরা তার লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যান। গুরুতর আহত জিহাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের কোনো সন্ধান পায়নি। তবে তিনি দুর্ঘটনাকবলিত অটোবাইক ও মোটরসাইকেল দুটি জব্দ করেছেন।