মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। রায় ঘোষণার দিন সোমবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরের পাশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রায় পর্যবেক্ষণ করেন।
রায় ঘোষণার পরপরই নেতাকর্মীরা সংক্ষিপ্ত আনন্দ মিছিল বের করেন এবং পরে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন। পথসভায় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বক্তারা বলেন,
“দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ে আমরা সন্তুষ্ট। যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর হতে হবে—এটাই জনগণের প্রত্যাশা।”
বক্তারা আরও দাবি করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাদের ভাষায়,
“এই রায়ের মাধ্যমে ৩৬ জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পেয়েছে। দেশজুড়ে যেসব রাজনৈতিক হত্যার মামলা রয়েছে, সেগুলোরও দ্রুত বিচার চাই।”
এদিকে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে জেলা আইনজীবী সমিতি পটুয়াখালীর সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আদালতের প্রতি সমর্থন জানায়।
মন্তব্য করুন