বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি,সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সাথে উপজেলার সুবিদখালী বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) রাত ৮টায় উপজেলার সুবিদখালী বাজার বণিক সমিতির আয়োজনে সুবিদখালী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সুবিদখালী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ বাহাউদ্দীন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল আহবায়ক গাজী রাশেদ শামস্ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী ব্যবসায়ী গাজী মোঃ আতাউর রহমান ও মোঃ জামাল হোসেন প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমার বাড়ী এই মির্জাগঞ্জে, আমি আপনাদের সন্তান, আপনারা আমার ভাই। আসন্ন নির্বাচনে আমি এমপি নির্বাচিত হলে আপনাদের কোন কাজে ঢাকা পর্যন্ত যেতে হবে না,আপনাদের জন্য আমার বাড়ীর দরজা দিন-রাত ২৪ ঘন্টা এখনও খোলা আছে,ভবিষ্যতেও থাকবে। এসময় ব্যবসায়ীরা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মাঠ পর্যায়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র সুবিদখালী বাজারের বিভিন্ন শ্রেণীর ৫শতাধিক ব্যবসায়ী ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।