বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে মির্জাগঞ্জের সুবিদখালী সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকরা।
আজ সোমবার (০৩ নভেম্বর) বেলা ১২ টায় নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসাইন ও সম্পাদক তাওহীদ ইসলামের নেতৃত্বে সুবিদখালী সরকারী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন সভাপতি মোঃ সাব্বির হোসাইন, সাধারন সম্পাদক তাওহীদ ইসলাম, সিনিয়র সহ সভাপতি ইমরান খাঁন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ সিকদার প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে মোঃ সাব্বির হোসাইনকে সভাপতি, তাওহীদ ইসলামকে সাধারন সম্পাদক ও মোঃ আকাশ সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। একই সাথে এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন