গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে গ্রামীণ কুটির শিল্প মেলায় র‌্যাফেল ড্র এর নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার গাইবান্ধা সদর উপজেলা ৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই স্বারকলিপিটি প্রদান করা হয়।

এতে উল্লেখ করা হয় যে- তুলসীঘাট হাইস্কুল মাঠে গ্রামীণ কুটির শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় প্রতিদিন র‌্যাফেল ড্র নামে প্রকাশ্যে জুয়া খেলা চালানো হচ্ছে। সারাদিন এই র‌্যাফেল ড্রর টিকিট ৭০-৮০টি ব্যাটারি চালিত অটোযোগে জেলার বিভিন্ন হাট-বাজারে আকর্ষনীয় পুরস্কারের ঘোষনা দিয়ে মাইকিং করে বিক্রি করা হচ্ছে। লোকজন সেই পুরস্কারের লোভে পরে টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। এতে করে কিশোর বয়সের যুবক-যুবতী শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে চরম চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মেলার আশেপাশে রয়েছে ১টি কলেজ ও ২টি হাইস্কুল,কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কিন্ডার গার্টেনসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে। এই সময় মেলায় সার্কাস ও র‌্যাফেল ড্রর নামে জুয়া এবং অশ্লীলতা লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি করছে। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রভাব পড়েছে। এসব কারণে এলাকার আইনশৃঙ্গলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এবং অন্তবর্তী সরকারের ও স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল হিসাবে জনআকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে তুলসীঘাটের পার্শ্ববর্তী গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়ন, বল্লমঝাড় ইউনিয়ন, খোলাহাটী ও রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে অবৈধভাবে পরিচালিত এই র‌্যাফেল ড্র এর নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের জোর দাবি জানাচ্ছি।

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, উত্তরের মঙ্গা কবলিত জেলা গাইবান্ধার অর্থনীতি কৃষি নির্ভর। এখন কার্তিক মাস। মাঠে ফসল। লোকজনের হাতে টাকা পয়সা নাই। এই অভাব অনটনের মধ্য দিয়ে কোন রকমে সংসার চলছে। তারউপর এই মেলায় র‌্যাফেল ড্র। সবমিলে মরার ওপর ক্ষরার ঘা।

তিনি আরও বলেন, মেলায় জুয়া ও অশ্লীলতা দ্রæত বন্ধ করা দরকার। তা না হলে পরিস্থিতির অবনিত ঘটলে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এ দায়ভার নিতে হবে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।