২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৮ অক্টোবর) বিকেলে পৌনে পাঁচটায় উপজেলা সদরস্থ মির্জাগঞ্জ আদালত চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তিন রাস্তার মাথা সংলগ্ন জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মাদ সিরাজুল হক এর সভাপতিত্বে কোর্ট চত্বর এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ শাহজাহান, দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখার সভাপতি মাও: মো: আবু তালেব খান, কাকড়াবুনিয়া ইউনিয়ন সভাপতি মাও: মো: আবু সাঈদ, মাধবখালী ইউনিয়ন সেক্রেটারী মো: রাকিব হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মির্জাগঞ্জ উপজেলা সভাপতি মো: হোসাইন শরীফ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব সংগঠনের সভাপতি মো: শহিদুল ইসলাম আলমাস প্রমূখ।
মন্তব্য করুন