বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গলের নটরডেম স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, এবং নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রশান্ত এন. ক্রুজ প্রমুখ।
বক্তারা বলেন, “শিক্ষক জাতির বিবেক। শিক্ষা ও চরিত্র গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম। সমাজে আলোকিত মানুষ গড়তে একজন শিক্ষকই সবচেয়ে বড় অনুপ্রেরণা।” তাঁরা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে রাষ্ট্রীয় সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নটরডেম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের চারজন গুণী শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। শিক্ষার্থীদের জন্য নিজেকে আরও নিবেদিত করতে অনুপ্রাণিত হব।”
মন্তব্য করুন