
পটুয়াখালীতে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর প্রকৌশলী নুরুল হককে সভাপতি এবং দুমকি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. সাইদুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে নিউমার্কেট আইডিইবি সমিতির সম্মেলন কক্ষে পটুয়াখালী ভোকেশনাল শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভা ও সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়। ২ বছরের জন্য গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-মো. নুরুজ্জামান, ট্রেড ইন্সট্রাক্টর, বোতলবুনিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাংগঠনিক সম্পাদক- ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান, ট্রেড ইন্সট্রাক্টর ,কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, বাউফল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার রিপন কুমার দাস, ট্রেড ইন্সট্রাক্টর ডোনাভান মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালীসহ ২৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি।
পটুয়াখালী ভোকেশনাল শিক্ষক সমিতির আহবায়ক ও আইডিইবির প্রকৌশলী মো. নুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আইডিইবির সভাপতি আলহাজ্ব মো.রাইসুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শওকত আলী মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইডিইবির সাধারন সম্পাদক এইচ.এম সোলায়মান, ভোকেশনাল শিক্ষক সমিতির সহ-সভাপতি মো.শাহাবুদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচ.এম জসিম উদ্দিন সহ পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভোকেশনাল শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. নুরুল হক জানান, উপস্থিত সকলের সম্মতি ও ভালোবাসায় যে কমিটি আমাকে উপহার দেয়া হয়েছে, আমি চেষ্টা করব তিনটি বছর তাদেরকে নিয়ে একসাথে সকল কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখতে।
মন্তব্য করুন