গাইবান্ধার গোবিন্দগঞ্জে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুুুুকুরে এই পোনামাছ অবমুুুুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
পোনামাছ অবমুক্তকরণ উপলক্ষে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন প্রমুখ। ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরে রাজস্ব বাজেটের আওতায় প্রায় দেড় লক্ষ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।