পটুুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা  করা হয়েছে ।বুধবার সকালে থেকে বিকাল পযন্ত উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সাস্থ্য কমপ্লেক্সে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা  কার্যক্রম করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মরহুম হাজী মুজাফ্ফর আকনের ছেলে রাঙ্গাবালী ইউনিয়নের জনদরদী, মনবতার ফেরিওয়ালা রাঙ্গাবালী উপজেলার সুযোগ্য সন্তান চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন,চালিতাবুনিয়া ইউনিয়নের শত শত রোগী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ বলেন, আমার এই কার্যক্রম চালু থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এর আগেও আমি বড়বাইশদিয়া ইউনিয়নে ফ্রি ক্যাম্প করেছি। আমি চাই আমার নির্বাচনী এলকার প্রতিটা ইউনিয়নে স্বাস্থ্য সেবা দেয়ার কথা বলেন।তিনি বলেন আমি আপনাদের সন্তান, আমি আমার কর্মের মধ্য দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।আমার জীবন আমি আপনাদের জন্য উৎসর্গ করে দিবো।আমি আশা করি আপনারা আমার পাশে থেকে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই।
চালিতাবুনিয়া ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মাস্টার(বাবুল মাস্টার) বলেন,আমি রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, এই এলাকার অসহায় লোকজন শহরে গিয়ে চিকিৎসা করতে পারেনা। তার এ মহৎ কাজকে স্বাগত জানাই।তিনি আর ও বলেন, এই ফ্রি ক্যাম্পের কারনে চালিতাবুনিয়া ইউনিয়নের জনসাধারন উপকৃত হবে।