
বহুল আলোচিত ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেল। গতকাল পোস্টার প্রকাশের মাধ্যমেই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল।
ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি একটি থিম পোস্টার। এরপরে আরও কিছু পোস্টার প্রকাশ হবে ধারাবাহিকভাবে। আসছে সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে বলেও জানান তিনি। ‘ময়ূরাক্ষী’-তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ।
গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।
মন্তব্য করুন