আগামী ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে শেষ মূহুর্তের প্রচারনা এখন তুঙ্গে। মাঝে মাঝে মিছিল ছাড়াও বিকাল থেকে শুরু হয় মাইকিং।
নির্বাচনী সঙ্গীত ছাড়াও আকর্ষনীয় মনমুগ্ধকর মিশ্র গানের সুরে নির্বাচনী এলাকা যেন মাতোয়ারা। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা প্রায় প্রতিটি ভোটারের ধারে ধারে ভোট প্রার্থনা করছে। দলে দলে বিভক্ত হয়ে বৃষ্টির মধ্যেও ঘুরছেন বাড়ি বাড়ি।ভোটাররাও সমানে প্রতিশ্রতি দিয়ে বিদায় করছেন।
মেম্বর প্রার্থীর পক্ষে তার কর্মীরা দিন-রাতে প্রতিটি বাড়ীতে ভোটারদের সাথে একাধিকবার সাক্ষাৎ করছেন। এবারের নির্বাচনে কর্মীদের তারণায় বিরক্তিবোদ করলেও ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে ভোটারের কদর আগের চেয়ে এবারে অনেক বেশী পরিলক্ষিত হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের খোঁজ নিয়ে মোবাইলযোগে যোগাযোগ রক্ষা ছাড়াও নির্বাচনকালে এলাকায় উপস্থিতি নিশ্চিৎ করছেন। আসা-যাওয়ার খরচ পেয়ে দূর-দূরান্তের ভোটাররাও ইতিমধ্যে অনেকে এলাকায় পৌছেঁছে। বাকীদের অনেকে ভোটের আগের দিন আসার প্রতিশ্রুতি দিয়েছেন।
দুটি ইউনিয়ানে ই ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন হবে। ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ভোটা নিয়ে আবার সংশয় প্রকাশ করছেন ভোটাররা। উপজেলার শ্রীরামপুরে নৌকা-আনারস প্রভাবশালী দু’প্রার্থীর কঠোর প্রতিদ্বন্ধিতা চলছে।
লেবুখালী অধিক সংখ্যক প্রার্থী এবং প্রার্থীদের অধিকাংশই আ’লীগ দলীয় হওয়ায় লড়াই চলছে সমানে সমান। এখানে প্রচারনার অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান পদে শ্রীরামপুর ইউনিয়নে ৩ প্রার্থী হলে-বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম সালাম (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী শাসনতন্ত্র প্রার্থী মোঃ আলহাজ্ব আজহার আলী মৃধা (আনারস) ও সতন্ত্র প্রার্থী মোঃ মাহমুদুল হাসান (ঘোড়া) ।
লেবুখালী ইউনিয়নে পদে ৫ প্রার্থী হলেন-উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম তুহিন(নৌকা), সতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মোল্লা(অটো রিক্সা), মোঃ জলিলুর রহমান তালুকদার (আনারস), মোঃ জহিরুল ইসলাম জহির (ঘোড়া), মোঃ হাসান মাহমুদ দুলাল (চশমা)।