শ্রীমঙ্গলে খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি পুর্নবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

প্রসঙ্গত: প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি, ৫ কেজি বীজ বিনামুল্যে বিতরন করা হয়। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার ৪৮টি কৃষক গ্রুপের মাঝে ৯৬টি হ্যান্ড স্প্রে, ২৭টি পাওয়ার স্প্রে বিতরণ করা হয়।