ডলারের দাম বাড়লে স্বাভাবিকভাবেই সোনার দাম কমে। কিন্তু সম্প্রতি ঘটছে এর উল্টোটা। বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের পাশাপাশি বাড়ছে সোনার দামও। এ ধারাবাহিকতা চলতে থাকলে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার থেকে ৮ হাজার ডলারে উঠতে পারে বলে জানিয়েছে সান্তিয়াগো ক্যাপিটাল।

সান্তিয়াগো ক্যাপিটালের প্রতিষ্ঠাতা এবং সিইও ব্রেন্ট জনসন বলেন, বিভিন্ন মুদ্রার বিরুদ্ধে ডলারের মূল্যমান যেমন বেড়েছে, তেমন সোনার দরও বাড়বে। প্রতি আউন্স সোনার দর ৫০০০ ডলারে উঠতে পারে। এক পর্যায়ে সেটা ৮০০০ ডলারও হতে পারে।

তিনি আরো বলেন, ডলার ব্যাপক শক্তিশালী হতে চলেছে। বর্তমান বৈশ্বিক মুদ্রানীতিকে যা ধ্বংস করে দেবে। অর্থনৈতিক বিশৃঙ্খলার কারণে সোনার দাম ব্যাপক চড়া হতে পারে।

ব্রেন্ট জনসন বলেন, ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান আর্থিক পদ্ধতি হুমকির মুখে পড়ে। অতীতে তা-ই দেখা গেছে। এক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে নতুন অর্তনৈতিক ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে।

সূত্র: কিটকো