
কলাপাড়ায় কলাগাছের সাথে ফাঁস দিয়ে অধীর চন্দ্র তালুকদার (৪০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে।
মংগলবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরশহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত অধীর তালুকদারের বাড়ী মুন্সিগঞ্জের শিকারপুর এলাকার নীমতলা গ্রামে। সে ওই গ্রামের মৃত: প্রফুল্ল তালুকদারের ছেলে। বর্তমানে সে চিংগড়িয়া এলাকার সবিনয় চন্দ্র পাইকের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে তার স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলো।
স্থানীয় এলাকাবাসী জানান, কলাগাছের সাথে তার ঝুলন্ত লাশটি দেখে অনেকের সন্দেহের সৃষ্টি হয়েছে। তার হাঁটু পর্যন্ত মাটিতে ভাজ করা ছিল।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আলী হোসেন জানায়, অধীর তালুকদার কলাপাড়ায় দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছে । কিছুদিন ধরে ব্যবসায় মন্দা নিয়ে তার মধ্যে হতাশা দেখা দেয়। এ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে ধারণা করছেন তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম বলেন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন