পটুয়াখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যােগে এবং জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫ টায় ডিসি স্কয়ার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শায়েদ আহমেদ চৌধুরী , পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। খেলায় মোট ৮ টি কলেজে অংশ গ্রহণ করেন।
ফাইনাল খেলায় পটুয়াখালী সরকারি কলেজ ৩-০ গোলে মির্জাগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মন্তব্য করুন