
দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুর ফুলবাড়ীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিক পেশাকে সম্মানজনক স্থানে ফিরিয়ে নিতে গঠন হওয়া ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির ৩জন সাংবাদিকগনকে সস্বর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির কোষাধ্যক্ষ বাদল চন্দ্র প্রামানিক ‘‘জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি হিসাবে যোগদান, আব্দুল মতিন ‘‘জাতীয় দৈনিক দেশের কন্ঠ’’ পত্রিকার প্রতিনিধি সম্মেলনে সম্মাননায় ক্রেস্ট পাওয়ায় ও ক্রীড়া সম্পাদক সৈয়দ সিরাজুল হক রিপন ‘‘জাতীয় দৈনিক গনকন্ঠ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি হিসাবে যোগদান উপলক্ষ্যে তাদের এই সম্বর্ধনা প্রদান করা হয়।
শুভেচ্ছা ও সম্বর্ধনা প্রদান করেন ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি ও ভোরের কাগজ ও ডেইলী অবজারভার পত্রিকার প্রতিনিধি মোঃ হারুন-উর-রশীদ ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আল-হেলাল চৌধুরী।
এসময় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সিনিয়ির সহ-সভাপতি মোঃ ইমাম রেজা, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি ও এশিয়ান টিভি ফুলবাড়ী প্রতিনিধি মোঃ কবির সরকার, , ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি মোঃ আজগর আলী, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সোলায়মান মন্ডল, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও প্রথম সুয্যদয় ও মায়ের আচল পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক ও প্রাইভেট ডিটেক্টিভ পত্রিকার প্রতিনিধি মোরসালিন ইসলাম, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির কার্যকারী সদস্য ও সকালের বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির কার্যকারী সদস্য মোঃ শামিম কবির চৌধুরী কালাম, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির কার্যকারী সদস্য যুগের কথা পত্রিকার প্রতিনিধি আল মামুনসহ ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সকল সদস্য/সদস্যাগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন