শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬ জন। নিহত শিশুটির নাম ইমন (১২)। সে উপজেলার আলিশারকুল এলাকার মালেক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আজ শুক্রবার দুপুরের দিকে আকস্মিক বজ্রপাতে আলিসারকুল গ্রামের ইমন নামের এক শিশু মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৬ জুন) বেলা ১২টার দিকে আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ইমন মিয়া বাড়ির পাশে বজ্রপাতে ঝলসে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তারের সাথে বিকেল সাড়ে ৫টায় সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এদের মধ্যে দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকি ৪ জনকে শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।