
বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। ইতিহাস ঐতিহ্য এই কলেজটি রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ার পরও কলেজের যেই দিকেই থাকানো যায় সেই দিকেই সংকট। বিশেষ করে ক্লাস রুমের বড় একটা সংকট রয়েছে। এই সংকট নিরসনের জন্য নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে, কেটে ফেলা হয়েছে ছোট-বড় অসংখ্য গাছ। ফলে ক্যাম্পাসে গরমের তীব্রতা দিগুণ বৃদ্ধি পেয়েছে।
কবি নজরুল সরকারি কলেজে ইন্টারমিডিয়েটসহ অনার্স ও মাস্টার্সের ২২ টি ডিপার্টমেন্টের প্রায় বিশ হাজারের অধিক শিক্ষার্থী থাকলেও তাদের জন্য নেই পর্যাপ্ত ক্লাসরুম যার ফলে একই ক্লাসরুমে ইন্টারমিডিয়েট,অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। অর্থনীতি, সমাজকর্ম ইত্যাদি ডিপার্টমেন্টের সুনির্দিষ্ট কোন ক্লাসরুম বা সেমিনার নেই এই সকল সমস্যার সমাধানের জন্য কবি নজরুল সরকারি কলেজের পশ্চিম পাশের জায়গাটিতে নতুন একটি ভবন নিমার্ণ কাজ শুরু হয়েছে। উক্ত নিমার্ণ কাজে বর্তমান বাজার মূল্যে প্রায় ৫০০০০ টাকা টাকারও অধিক মূল্যের প্রায় ১০ টি বৃহৎ বৃক্ষসহ অসংখ্য ছোট-বড় গাছপাল কেটে ফেলা হয়েছে। কবি নজরুল সরকারি কলেজ এখন প্রায় বৃক্ষ শূন্য। গ্রীষ্মের গরমের তাপমাত্রা আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, “গত বর্ষার মৌসুমে ঝড় তুফানে অসংখ্য গাছ ঝরে পড়ে এবং ভবন নির্মাণের জন্য অসংখ্য মূল্যবান গাছ কেটে ফেলা হয়, ফলে কলেজটি প্রায় বৃক্ষ শূন্য। আমরা চাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্যাম্পাসের শূন্যস্থানগুলোতে কলেজ প্রশাসন বৃক্ষরোপণে ব্যবস্থা গ্রহণ করুক ।”
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুন্না বলেন, “একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য যেমন নির্দিষ্ট ক্লাসরুমের প্রয়োজন রয়েছে তেমনি শিক্ষার্থীদের মানসিক বিকাশের অপরিহার্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। সেই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে ভূমিকা পালন করে গাছ-পালা। ভবন নির্মাণের জন্য অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে। ফলে কবি নজরুল কলেজ এখন বৃক্ষ শূন্য। এই গ্রীষ্মের গত বছরের তুলনায় তাপমাত্রা দিগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করা প্রায় অসহনীয়। আমরা চাই কলেজ প্রাঙ্গন ফুলে- ফলে ভরে উঠুক।
ফিরি আসুক পরিবেশের স্বাভাবিক ভারসাম্য। কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি শূন্যস্থান গুলোতে পরিবেশ উপকারী বৃক্ষ রোপণ করার ব্যবস্থা গ্রহণ করুক। ”
কলেজের পরিবেশে ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান জানান,” কবি নজরুল কলেজে ভবন না থাকার কারণে ক্লাস, লাইব্রেরী, টয়লেট সহ নানান সমস্যায় ভুগছে শিক্ষার্থীরা। এ সকল সংকট নিরসনের জন্য নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে যার ফলে অনেক গাছ কাটা পড়েছে। বর্ষা মৌসুমে আমরা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণের ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন