ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ সকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
বুধবার (১৬ এপ্রিল) অধ্যায়নকালীন সময়ে সকাল ১১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা শহরের ঝাউতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী জেলা চৌরাস্তায় গিয়ে অবস্থান নেয় এবং কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।
এর ফলে সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৩০ মিনিট যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এ সময় শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি উত্থাপন করেন, যা নিয়ে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইমরুল হক ও অন্যান্য শিক্ষকরা। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরে শিক্ষক ও প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন এবং কলেজ ক্যাম্পাসে ফিরে যান।
মন্তব্য করুন