পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েল এর বিরুদ্ধে দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর অনলাইনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সম্মানহানির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে মির্জাগঞ্জে কর্মরত সাংবাদিকরা। গতকাল বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মির্জাগঞ্জ প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক আমার সংবাদ ও ডেইলি অবজারভার প্রতিনিধি কামরুজ্জামান বাঁধন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ,সিনিয়র সহসভাপতি নয়া দিগন্ত প্রতিনিধি উত্তম গোলদার, যুগ্ম সাধারন সম্পাদক মানবজমিন প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন,দপ্তর সম্পাদক সময়ের আলো প্রতিনিধি সুমন কাজী,প্রচার সম্পাদক নয়া শতাব্দী প্রতিনিধি মোঃ সিয়াম রহমান হিমেল ও কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধার ছেলে মোঃ রাসেল মৃধা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনাস্থলে না এসে সমকাল ও চ্যানল ২৪ এর দুইজন জেলা প্রতিনিধি স্থানীয় একটি কুচক্রী মহলের মিথ্যা ও ভূয়া তথ্যের ভিত্তিতে অতি উৎসাহী হয়ে প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান জুয়েল এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে‌। প্রকৃত ঘটনা আড়াল করে অতিরঞ্জিতভাবে সংবাদ প্রকাশ করে সাংবাদিকতা পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে‌। আমরা মির্জাগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, একই সঙ্গে যাচাই-বাছাই করে সঠিক সংবাদ প্রচারের আহবান জানাই।

মোঃ রাসেল মৃধা বলেন, আমরা পরস্পর আত্মীয়। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে এবং নিজেরা পারিবারিক ভাবে বিষয়টি সমাধানও করেছি। এ বিষয় নিয়ে আমি কোন সাংবাদিকের শরণাপন্ন হই নাই। কিন্তু স্থানীয় কিছু কুচক্রি মহল এটাকে পুজিঁ করে সাংবাদিক ভাইদের দিয়ে ষড়যন্ত্র মূলক মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। এ নিয়ে জাতীয় দৈনিকের অনলাইনে ফলাও করে নিউজ প্রকাশিত হয়েছে যা অনভিপ্রেত ও মানহানিকর এবং আমি এ সংবাদের জন্য ক্ষোভ জানাই।

জানা যায়,মোঃ রাসেল মৃধা এর সাথে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েলের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এটা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মির্জাগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।