
কেক তৈরি করা সবার কাছে একটু ঝামেলারই মনে হয়, তাই অনেকেই সহজ ও ঝামেলামুক্ত রেসিপি খোজেন। তাই আজ বাসায় কেক বানানোর সবচেয়ে সহজ রেসিপিটি থাকছে আপনাদের জন্য।
উপকরন:
- ডিম ৩টা
- ময়দা ১ কাপ
- গুড়া দুধ ১ চা চামচ
- বেকিং পাউডার ১/২ চা চামচ
- চিনি ৩/৪ কাপ
- ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
- বাটার/সয়াবিন তেল ১০০ গ্রাম
যেভাবে তৈরি করবেনঃ
শুকনা উপকরন সমুহ একসাথে ভালো করে মেশান। অন্য পাত্রে চিনি ও বাটার ভালো করে বিট করুন। এবার একটা একটা করে ডিম দিন আর ব্লেন্ড করুন, ভ্যানিলা এসেন্স দিন। শুকনো উপকরন দিয়ে সামান্য ব্লেন্ড করুন।
মন্তব্য করুন