
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সাটির্ফিকেট পরীক্ষা (এসএসসি) বাংলা আবশ্যিক ১ম পত্র সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করা হয়। তবে প্রথম দিনেই রাজশাহীর বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ১৬২২ জন অনুপস্থিত ছিলেন।
অনুপস্থিত ১৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৯৫ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০৩ জন, নাটোর জেলায় ১৬৬ জন, নওগাঁ জেলায় ১৮৬ জন, পাবনা জেলায় ২৮৬ জন, সিরাজগঞ্জ জেলায় ২৯০ জন, বগুড়া জেলায় ২৩৬ জন ও জয়পুরহাট জেলা ২৬০ জন।
এ বছর ২৬৯ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬২৬৭৯ জন ও অংশগ্রহণ করে ১৬১০৫৭ জন। পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা থাকলেও এবার কোনো পরীক্ষার্থী বহিস্কার হয়। সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে বাংলা আবশ্যিক প্রথম পত্র পরীক্ষা অনুষ্টিত হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার খুব সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৬২২ জন অনুপস্থিত থাকলেও কেউ বহিস্কার হয়নি।
মন্তব্য করুন