
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, কুরআন মেনে চললে , কুরআনের সাথে থাকলে জীবন হবে সুখ ও শান্তিময়।
আজ বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন কায়সার রহমান মেমোরিয়াল অডিটোরিয়ামে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজশাহী কর্তৃক আয়োজিত “মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ২৪ এর ছাত্র আন্দোলনের গন অভ্যুত্থানের পরে বাংলাদেশের একটি পরিবর্তন এসেছে। এবার একটি স্লোগান শুরু হয়েছে , সব দেখা শেষ, এবার হবে কুরআনের বাংলাদেশ।
সবাইকে তিনি রমজানের শিক্ষা নিয়ে সে মোতাবেক জীবন পরিচালনা করা। প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন, এনডিএফর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, এনডিএফ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
সভাপতিত্ব করেন, এনডিএফর রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন ডা. মসিউর রহমান। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফয়সল আলম, ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ওয়াসিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন