পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার দুপুরের দিকে কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন।

তথ্য সূত্রে জানা যায়, কলেজের নিজস্ব তহবিল করপুর নেছা ট্রাস্ট থেকে শিক্ষা বৃত্তির সহায়তা দেয়া হয়েছে। নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিজ্ঞান বিভাগের ফারজানা বিনতে আলম, আরিয়ান, তিশা, মানবিক বিভাগের বুশরা হাওলাদার, মোহাম্মদ জনি, শারমিন আক্তার এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. মাহিন ইসলাম, মো. শিহাব উদ্দিন, মো. মাহমুদুল ইসলাম শিক্ষা বৃত্তি পেয়েছেন।

শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, রসায়ন বিভাগের প্রভাষক বাবুল চন্দ্র কর্মকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার গোমস্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রদর্শক মাঈন উদ্দিন আহমেদ।

কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বলেন, আমি এ কলেজে যোগদান করার পর থেকে শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করেছি। কলেজের পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের মনোসামাজিক সুরক্ষার ব্যবস্থা, শ্রেণিকক্ষ সুবিন্যস্তকরণ, যেসব বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে, সেসব বিভাগকে সুসজ্জিতকরণ, আন্তবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, ইনডোর ইভেন্ট চালু করে পুরো কলেজকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছি। তিনি আরো বলেন, উপকূলের ঐতিহ্যবাহী এ কলেজটি প্রায় নয় একর জমির ওপর প্রতিষ্ঠিত। এ কলেজে নানাবিধ সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা এ কলেজের সীমানা প্রাচীর নাই। যার কারণে নিরাপত্তা বিঘিœত হচ্ছে। এছাড়া কলেজের অভ্যন্তরিণ সড়ক নির্মাণ, স্ট্রিট লাইটের ব্যবস্থা, জরাজীর্ণ ভবন সংস্কার করা, নতুন অবকাঠামো নির্মাণ করা দরকার। এসব সুবিধা নিশ্চিত করতে পারলে উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাঁদের সন্তানদের এ কলেজে ভর্তি করে শিক্ষিত করে তুলতে পারবে।