পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে টোল ফ্রি ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা সদর সুবিদখালী বাজারে সরকারী টল ঘরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান, উপজেলার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কাঁচাপন্য সহ যে কোন খাদ্য সামগ্রী ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ এর নির্ধারিত স্থানে বসে বিক্রি করবেন। এ জন্য বিক্রেতাকে কোন খাজনা দিতে হবে না। এই ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ পয়েন্টে খুব তাড়াতাড়ি ৬৫০টাকা প্রতি কেজি গরুর মাংস বিক্রি শুরু হবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ কার্যক্রম সহায়ক হিসেবে কাজ করবে এবং ভোক্তারা কমমূল্যে পণ্য কিনতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সুবিদখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪ নং দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির,সুবিদখালী বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ খোকন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন ও স্থাণীয় কৃষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ দিকে ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ কার্যক্রম উদ্বোধনের আগে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম সুবিদখালী বাজারে মুদি-মনোহরী দোকান,মাছ বাজার, ব্রয়লার মুরগী ও গরুর মাংসের দোকান পরিদর্শন করেন। এসময় তিনি ক্রেতাদের সাথে কথা বলেন এবং বিক্রেতাদেরকে কোন পন্য মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করার আহবান জানান।