শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন আজ সোমবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নে সরকার বাজার ও ভীমসি বাজারে দ্রব্য মূল্যের বাজার মনিটরিং করেন।

বাজার মনিটরিং করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. মোবারক হোসেন খান।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা এবং ক্রেতা সাধারণের সুবিধার্থে বাজার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর অবৈধ মজুদ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য বাজার মনিটরিংকালে ব্যবসায়ীদের জানানো হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ওসি আমিনুল ইসলাম জানান। অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি এবং অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।