পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ইটবোঝাই ট্রলির চাপায় মো. বাপ্পী হোসেন (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফকির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাপ্পী শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ইটবাড়িয়া গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে খালার বিয়ের জন্য চুল কাটাতে সেলুনে গিয়েছিলেন বাপ্পী। ফেরার পথে বাড়ির সামনের সড়কে মুজাহিদ মিয়ার ইটভাটা থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর চালক মো. ইলিয়াস ও হেলপার ট্রলি রেখে পালিয়ে যান। ট্রলিটি একই এলাকার বাসিন্দা ইলিয়াস চালাচ্ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সদর থানার এসআই মো. রাসেল বলেন, “ট্রলিটি রাস্তার পাশে পড়ে আছে, চালক ও হেলপার পলাতক। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

মর্মান্তিক এ ঘটনায় বাপ্পীর পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।