পি আর পদ্ধতি ব্যাতীত অন্য কোন পদ্ধতির নির্বাচন এদেশের জনগন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামছুল আলম মিলন।

বুধবার মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পি,কে, সি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা সুরা অধিবেশনে প্রধান অতিথি তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিষ্ঠার পর থেকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সর্বদা কাজ করে আসছে। আমরা দেখেছি করোনা মহামারীতে সারাদেশে দাফন কাফন টিমের মাধ্যমে করোনা আক্রান্ত লাশের দাফন কাফনের ব্যবস্থা করেছে। সিলেটের বন্যায় তৃণমূলের নেতৃবৃন্দ সহ স্বয়ং পীর সাহেব চরমোনাই নিজে ও পানিতে নেমে বন্যার্থদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে। আমরা দেখেছি ৫ ই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় দেশের প্রত্যেকটি মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে।

এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি দুর্যোগে ইসলামী আন্দোলন সোচ্চার ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি দেশের রাজনৈতিক প্রত্যেকটি সংকটে ইসলামী আন্দোলন রাজপথে স্বরব ভূমিকা পালন করেছে।

তিনি আরো বলেন দীর্ঘ ১৮ বছর যাবত আওয়ামী শৈরাচার সরকার এ দেশটিকে লুটে নিয়েছে। তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে অন্যায় ভাবে আন্দোলনকারীদের উপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে। যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রাজনৈতিক ব্যানারে কঠিন হুংকার দিয়ে আন্দোলনকারীদের সাথে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে এবং আন্দোলনকে গতিশীল করেছে। যার কারণে শেখ হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তার মাধ্যমে এই আওয়ামী স্বৈরাচার তৈরি হয়েছে। তাই দেশের এ ক্লান্তিলগ্নে একমাত্র সমাধান হতে পারে পি আর পদ্ধতির নির্বাচ এ নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আর পি আর পদ্ধতি ব্যতীত অন্য কোন পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না।

এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গাজী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওঃ কাওছারুল ইসলাম, স্বাস্থও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওঃমেহেদী হাসান শামীম,সদস্য মাষ্টার নুরুক হক মিয়া।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা জনাব অলিউল্লাহ শরীফ নাঈম,সিনিয়র সদস্য মাওঃমানসুর আলম,জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাওঃমোহাম্মাদ হোসাইন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সেক্রেটারী মুফতি রেজাউল করীম,যুব আন্দোলন সভাপতি হাঃমোঃ আমিনুল ইসলাম,ছাত্র আন্দোলন সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্য শেষে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে পনরায় ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও মাওলানা আসাদুল্লাহ আল গালিবকে সেক্রেটারী হিসেবে নাম ঘোষণা করেন।