
জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। সফরের মাধ্যমে শিক্ষা গ্রহনের লক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ‘সমুদ্র সৈকত কুয়াকাটায়’ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। নানা দর্শনীয় স্থান ভ্রমন ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে । এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি লিমিটেডের সভাপতি ও সহকারি অধ্যাপক মোঃ আঃ মন্নান লোটাস. সাধারণ সম্পাদক গাজী মশিউর রহমান, প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকু, কবি এস.এম. নুরুল হক(প্রভাষক), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক এম শামীম আহম্মেদ নাসির প্রমূখ। মধ্যাহ্ন ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে উপজেলা ও ইউনিয়ন শাখার সকল শিক্ষক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন।
মন্তব্য করুন