আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে তার নিজ গ্রাম পটুয়াখালীর কলাপাড়ায় এ ঘটনা ঘটে। কাফি নিজেই বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কাফির পরিবার। তার বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান বলেন, “আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে আমাদের ক্ষতি করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।”

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আজ সকাল ১১টায় আমার পোড়া বাড়িতে সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার অনুরোধ করছি। আমি এ দায়িত্বহীন সরকারকে বড় বার্তা দেব। সরকার যদি তা মানে, ভালো; নাহলে আমি নিজেই বিকল্প হব—আমি বিপ্লবী সরকার হব!”

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, “রাত সোয়া ২টার দিকে আমাদের কাছে ফোন আসে যে, নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি, আগুন সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি এবং পাশের গোয়ালঘর রক্ষা করতে সক্ষম হই। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, বাড়ির সবাই নিরাপদ রয়েছে।”

বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত ব্যঙ্গাত্মক ও সচেতনতামূলক ভিডিওর জন্য পরিচিত নুরুজ্জামান কাফি ২০১৯ সাল থেকে কনটেন্ট তৈরি করে আসছেন। তিনি সমাজের বিভিন্ন অসংগতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব, যা তাকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তবে তার সমালোচনার কারণে বিভিন্ন মহল ক্ষুব্ধ বলেও অভিযোগ রয়েছে।

কাফির পরিবার ও অনুসারীরা দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।