পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পাশে স্বনির্ভর রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ডাম্পিং কার্যক্রম চলমান থাকায় এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে স্থানীয়রা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “ক্ষতিগ্রস্তদের শীতবস্ত্র এবং শুকনো খাবার সরবরাহ করা হবে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।”

ক্ষতিগ্রস্তদের তালিকায় মোতাহার আকন, খাইরুল আকন, মনির আকন, হারুন আকনসহ একাধিক পরিবারের বসতঘর, দোকান এবং হোটেলের সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন ভাড়াটিয়ারও ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাম্পিং কার্যক্রম শেষ হলে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।স্থানীয়রা দ্রুত পুনর্বাসন এবং পর্যাপ্ত আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন।