
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসিফ মাহমুদ অনিক (বাবু) এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
রবিবার ৯ ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ এক যৌথ সিদ্ধান্তে এই নোটিশ প্রদান করেন।
নোটিশে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উক্ত অভিযোগের বিষয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জমা দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ বলেন সংগঠন কারো ব্যাক্তিগত অপরাধের দায়ভার নেবে না। মহিলা এমপির ত্রানের অপ্রদানক্রিত কম্বল কান্ডের সাথে তার সম্প্রিক্ততা রয়েছে বলে যানা যায় এ ব্যাপারে কেন্দ্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন