
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে গভীর রাতে চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি গভীর রাতে রাজাপুর ৪নং ওয়ার্ডর মৃত আঃ হামিদ বেপারীর ছেলে মোঃ মন্জু বেপারীর চায়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা চায়ের দোকানদার মোঃ মন্জু বেপারীকে খবর দেয়। ততক্ষণে চায়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
মন্জু বেপারী জানান, আমার চায়ের দোকানে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং লক্ষাধিক টাকার ক্ষতি হয়।আমি সুষ্ঠু তদন্ত পূর্বক অচিরেই জড়িতদের সনাক্ত করে বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন