বরিশাল প্রদেশ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক এস.এম.সামছুল আলম নিক্সন এক বিবৃতিতে বলেন। জুলাই অভ্যুত্থানে যে অঞ্চল ৫ আগষ্টের অগে স্বাধীন হয়েছে। যে অঞ্চল বাংলাদেশ একমাত্র অঞ্চল, যেখানে যাতায়াত ব্যাবস্থায় নৌপথ, গাড়ির পথ, আকাশ পথ ও ট্রেন পথ কর্যক্রম চলমান।

প্রদেশ গঠনের জন্য ভৌগলিক, ইতিহাস ও ঐতিহ্যের জন্য ১০০% উপযোগী ।সেই অঞ্চলে প্রদেশ গঠন করতেই হবে। দেশে যদি দুইটি প্রদেশও হয়, তার একটি হতে হবে বরিশাল। বরিশাল প্রদেশ হবেই ইনশাআল্লাহ।

বরিশালকে প্রদেশ ঘোষণা করার দাবীতে। প্রদেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে। আগামী ২২ ফেব্রুয়ারী (শনিবার) বেলা তিন টায়.বরিশাল টাউন হলের সামনে, যে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।তা সর্বাত্মক ভাবে পালন করার জন্য, দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষদের সফল করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।