
দিনাজপুরের নবাবগঞ্জে ১৬১ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী উপজেলার নন্দনপুর বাজারের মৃত আফছার আলী ছেলে আব্দুল মান্নান (৬০) ও নন্দনপুর হিন্দু পাড়ার শ্রী জগদীশ চন্দ্রের ছেলে শ্রী সুজিত রায় (৩২) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশের মাধ্যমে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি রাতে অভিযান পরিচালনা করে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজারের পাকা রাস্তা সংলগ্ন পূর্ব পার্শ্বে ১নং আসামী মোঃ আব্দুল মান্নান এর চায়ের দোকানের ভিতর হতে মাদক ব্যবসায়ীদেরকে ১৬১ (একশত একষট্টি) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন আসামিদের কে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলা কোর্টে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন