দিনাজপুরের নবাবগঞ্জে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছোট গোপাল পুর আদর্শপাড়া গ্রামের মৃত যতিন চন্দ্র এর ছেলে শ্রী স্বপন চন্দ্র (৪০) ও ছোট মহেশপুর গ্রামের মোঃ মশিউর রহমানের ছেলে মোঃ ময়নুল ইসলাম (৩০) ।

পুলিশ জানান, গত ২৬ শে জানুয়ারি উপজেলার উত্তর মুরাদ পুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের বাড়ী থেকে অনুমান রাত্রি ৩টা দিকে একটি বৈদ্যুতিক মোটর পাম্প চুরি হয়ে যায়। বাদী চোরকে অনুসন্ধান করে গত ৩ ফেব্রুয়ারি বিকেলে দাউদপুর বাজারে চোর স্বপন চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরি করার কথা স্বীকার করে বলে সে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সীমানা প্রাচীর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ভাঙ্গারীর দোকানদার মোঃ ময়নুল ইসলাম কাছে বিক্রি করেন। দোকানদার
দোকানে বিক্রয় করিয়াছে মর্মে স্বীকার করে।

পরবর্তীতে থানা পুলিশ দাউদপুর বাজারে উপস্থিত হইয়া আটককৃত চোর শ্রী স্বপন চন্দ্রকে হেফাজতে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সীমানা প্রাচীর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ভাঙ্গারীর দোকানদার চোরাইমাল কেনা বেচাকারী মোঃ ময়নুল ইসলাম এর দোকানে উপস্থিত হইয়া তাহাকে আটক করে তাহার ভাঙ্গারীর দোকান ঘর তল্লাশী করিয়া ভিতরে থাকা চুরি যাওয়া বৈদ্যুতিক পাম্প (মটর) সনাক্ত করেন, চোরাই সন্দেহে আরো একটি বৈদ্যুতিক পাম্প (মটর) জব্দ তালিকা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন বলেন আসামি আসামিদেরকে জেলা কোটে পাঠানো করা হয়েছে ।