বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। তারা ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।

এই তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল। অনুষ্ঠানটি ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণের কারণে তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি, তবে তার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে, বিএনপি নেতাদের ১১ জানুয়ারি মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।