
পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মের্সাস মা স্টোর্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার দুপুরের দিকে সরেজমিনে গেলে মের্সাস মা স্টোর্সের পরিচালক আ: রহিম বলেন, রবিবার গভীর রাতে মিলের কাজ শেষ করে বাসায় যাই সকালে শুনতে পাই আগুন লেগেছে। আগুনে আমার ১০ টি বৈদ্যুতিক মটর, ৫০০ বস্তার অধিক ধান, চাল, কাঠের গুড়া, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নি:স্ব হয়ে গেছি। এ ঘটনায় প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ দোকান মালিককে সরকারি-বেসরকারি সহযোগিতা দিয়ে পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবো।
মন্তব্য করুন