
চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। রোববার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পটুয়াখালী মেডিকেল কলেজে কর্মরত থাকাকালে সাইদুর রহমান ও কুদ্দুস চাকরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন। অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩০ জনের কাছ থেকে ২ থেকে ৫ লাখ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পরও চাকরি স্থায়ী করা হয়নি এবং অর্থও ফেরত পাননি তারা। অভিযোগ রয়েছে, তৎকালীন সময়ে টাকা ফেরতের জন্য অভিযুক্তদের কাছে বারবার অনুরোধ করেও কোনো সমাধান মেলেনি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, অনেকে ধারদেনা করে এই অর্থ দিয়েছেন। এখন অর্থ ফেরত না পেয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগীরা কান্নাজড়িত কণ্ঠে অভিযুক্তদের দ্রুত বিচার এবং অর্থ ফেরতের দাবি জানান।
মন্তব্য করুন