
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বগা লঞ্চঘাট এলাকার দক্ষিণ পাশে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আতাহার কাজীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আতাহার গাজীর বসতঘরসহ দুলাল গাজী, জসিম উদ্দিন, রেজাউল কাজী ও আনোয়ার কাজীর ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। তবে সরু রাস্তার কারণে সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। বগা ঘাট থেকে ফেরির মাধ্যমে ফায়ার সার্ভিসের গাড়ি স্থানান্তর করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাব্বির আহম্মেদ বলেন, “একটি রান্নাঘরের চুলার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সরু রাস্তা ও ফেরি পারাপারের জটিলতার কারণে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়।”
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা লেগে যায়।
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সব হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।
মন্তব্য করুন