“জনগনই পুলিশ- পুলিশই জনগন” এই গ্লোগানকে ধারন করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকাল-১১ টায় উপজেলা মাল্টিপারপাস হলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আগত বিভিন্ন জনের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস,এম, মশিউর রহমান, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ আলাউল হাসান।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুক্ত আলোচনায় মাদক, ইভটিজিং, নৌপথে চাঁদাবাজি,শব্দ দুষনসহ পুলিশের সেবা পেতে নানা প্রতিবন্ধকতার কথা উঠে আসে।

অনুষ্টানটি সার্বিক সঞ্চালনা করেন মেহেন্দিগঞ্জ থানার ওসি    (তদন্ত) মতিউর রহমান ও এসআই রুবেল হোসেন।