
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক সাইফুল্লাহ এর পরিচালনায় অরিয়েন্টেশন প্রোগ্রামে দারস পেশ করেন বরিশাল জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ফজলুল করিম।
প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিন জামায়াতের ব্যবসায়ী বিভাগের সেক্রেটারী ছগির বিন সাঈদ, বরিশাল জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন আহমেদ, পৌর জামায়াতের আমীর মাওলানা আমান উল্লাহ বাকের, নায়েবে আমীর আলহাজ্ব সাইফুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুব আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম, সেক্রেটারী সৈয়দ ফয়েজ আহমেদ, উলানিয়া উত্তর জামায়াতের আমীর মাষ্টার মোহাম্মদ আলী, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, চানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রিয়াজুল উদ্দিন, পেশাজীবি সংগঠনের সভাপতি, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি সেলিম সিকদার, চরএককরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহ, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মৌলভী ওমর ফারুক, আলিমাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডাঃ আল আমিন প্রমুখ।
মন্তব্য করুন