পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শহরের ঝাউতলা মাঠে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ তাফসীরুল কুরআন মাহফিল। শনিবার (২৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

মাহফিলে ড. আজহারী বলেন, “জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। কুরআনের আলোই সঠিক পথপ্রদর্শক।” লক্ষাধিক মানুষের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠসহ ১০টি মাঠ জনসমুদ্রে পরিণত হয়। নারীদের জন্য বরাদ্দ ছিল তিনটি আলাদা মাঠ।

নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহস্রাধিক স্বেচ্ছাসেবক কাজ করেছেন। শহরে ৪০০টি মাইক ও এলইডি স্ক্রিন স্থাপন করা হয়। এ মাহফিল পটুয়াখালীতে ধর্মীয় চেতনার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।