
মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে অবস্থিত আল-হেরা সামছুল হক হিফজুল কুরআন ও আল-হেরা সাহেরা খাতুন মহিলা মাদরাসার ছাত্র ও ছাত্রী অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
মাদরাসার সভাপতি সৈয়দ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, হোগলটুরী সিনিয়র মাদরাসার প্রভাষক মাওলানা আমান উল্লাহ বাকের, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সহ সভাপতি ইব্রাহীম মুন্সী, প্রেসক্লাব’র ক্রিড়া সম্পাদক তুহিন মোহাম্মদ হানিফ, সাংবাদিক ইব্রাহিম বকসি, মাদরাসার উপদেষ্টা হাফেজ সফিকুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম শরিফ,বিশিষ্ট সমাজ সেবক সাইফুল্লাহ আল মাহমুদ, পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, হাফেজ আবু হানিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পাতারহাট বন্দরের মধ্যে অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ শিক্ষালয় গড়েছেন আল-হেরা পরিবার। এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই প্রতিষ্ঠাতাদের উদ্যেশ্য।
এ উদ্যেশ্য বাস্তবায়ন ও আল-হেরা পরিবার-এর স্বপ্ন পূরণে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন। বক্তারা বলেন, সকলের দায়িত্বশীল ভূমিকা এ প্রতিষ্ঠানটিকে একদিন মডেল শিক্ষালয়ে পরিণত করবে।
উল্লেখ্য, আল-হেরা সামছুল হক হিফজুল কুরআন মাদরাসা ও আল-হেরা সাহেরা খাতুন মহিলা মাদরাসার থেকে এ বছর ৫ জন শিক্ষার্থী কুরআন মুখস্থ করে পাগড়ী নিয়ে বিদায় নিয়েছেন তারা হলেন হাফেজ মোহাম্মদ রাহাদ জমদ্দার, হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম, হাফেজ মোহাম্মদ সিহাব, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান ও হাফেজ মোহাম্মদ সাইমুন।
মন্তব্য করুন