
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতির আয়োজনে দরিদ্র ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে যুবদল নেতা সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি’র সভাপতিত্বে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, সদস্য, জেলা বিএনপি, পটুয়াখালী।
প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, সেনাপ্রধান এবং সফল রাষ্ট্রপতি। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমান ৬ হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে সুসংগঠিত করে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।” তিনি আরও বলেন, “আমি গর্বিত, কারণ আমি জিয়া পরিবারের একজন সদস্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের আহ্বান দেশের কল্যাণে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।”
মন্তব্য করুন