
পটুয়াখালীর কলাপাড়ায় ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমুল্যের দাম কমানো, আইনের শাসন প্রতিষ্ঠা, জুলাই-আগষ্ট হত্যাকান্ডের বিচার, আহতদের পূনর্বাসন, খাল স্লুইস দখলমুক্ত, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষনাসহ গণতন্ত্রপুর্ণ প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্রের অভিযাত্রা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখা।
শনিবার ২৫ জানুয়ারি দুপুরের দিকে কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহারি পট্টিতে এ অভিযাত্রা উপলক্ষ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সদস্য কমরেড মুস্তাফিজুর রহমান মিলন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি কমরেড জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন। এছাড়াও অন্যান্যের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে বৈষম্যের বিরুদ্ধে ৫ ই আগষ্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল তার উদ্দেশ্য বর্তমান অন্তবর্তী সরকার ভূলুণ্ঠিত করেছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয়েছে। কোথাও আইনের শাসন নেই। যত্রতত্র মানুষকে মেরা ফেলা হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই চাঁদাবাজি বেড়ে গেছে। এসকল অপরাধ নিয়ন্ত্রণে সরকার ব্যার্থ হয়েছে। দ্রব্য মুল্যে নিয়ন্ত্রন করতে পারছেনা, তারওপর অতিরিক্ত ভ্যাটের বোঝা জনগনের ঘারে চাপিয়ে দিচ্ছে। এছাড়াও তারা সংস্কারের নামে জাতির সাথে তামাশা শুরু করেছে। তাই অবিলম্বে এসকল তামাশা বন্ধ করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি গনতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান তারা।
মন্তব্য করুন