পটুয়াখালীতে যৌতুক মামলায় আমেরিকা প্রবাসী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ জানুয়ারি শুক্রবার সকালে পটুয়াখালী ফায়ার সার্ভিস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি হলেন ডাক্তার ফজলুর রহমান এর ছেলে জাহাঙ্গীর কবির (মাহবুবুর রহমান তালুকদার), যিনি পটুয়াখালী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবির ভাই।

মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর মৌলভীর মাধ্যমে ইসলামী শরীয়া অনুযায়ী কলেমা পড়ে ও রেজিস্ট্রি কাবিননামা মূলে দশ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিবাহ সম্পন্ন হয়। তবে, বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে আসামীর শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত থাকে। তার বিরুদ্ধে অভিযোগ, আসামী বিভিন্ন সময়ে বাদিনীকে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং না দিলে শারীরিকভাবে নিগ্রহ করতো।

বাদিনী তার মা-বোনকে ঘটনাটি জানালে তারা সহ্য করার পরামর্শ দেন, কিন্তু এরপরও আসামী তার দাবি থেকে সরে না আসায় বাদিনী থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত অভিযোগের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়।

বর্তমানে, জাহাঙ্গীর কবিরকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।