
“দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত পটুয়াখালী জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা ও বালক অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী সদর উপজেলা দল এবং পটুয়াখালী পৌরসভা দল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে পটুয়াখালী সদর দল মির্জাগঞ্জ উপজেলা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে এবং পটুয়াখালী পৌরসভা দল রাঙ্গাবালী উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।
খেলা শেষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জালাল উদ্দীন, মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার চন্দন কর, জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ টুর্নামেন্টে পটুয়াখালী জেলার আটটি উপজেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিভাগীয় পর্যায়ে বালিকা ও বালক দল অংশ গ্রহণ করবে।
মন্তব্য করুন